প্রচ্ছদ রাজনীতি সংবিধানের বাইরে ইসির করার কিছু নেই : নানক

সংবিধানের বাইরে ইসির করার কিছু নেই : নানক

নির্বাচন কমিশনে খালেদা জিয়ার আপিল শুনানির বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।

শনিবার দুপুরে নির্বাচন কমিশনে এসে ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়ার আপিল শুনানির পরেই নির্বাচন কমিশনে আসে আওয়ামী লীগের প্রতিনিধিদল। নির্বাচন নিয়ে দলের বিশেষ দায়িত্ব পাওয়ার পরই জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের প্রতিনিধিদল নিয়ে কমিশনে যান।

কমিশনে আসার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি, ঐক্যফ্রন্ট ও জামায়াত নন-ইস্যুকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। দেশের মানুষ উদ্বিগ্ন। কোনো চাপের কাছে যেন নির্বাচন কমিশন নতি স্বীকার না করে সেজন্য সতর্ক করে দিয়েছি আমরা।

তিনি জানান, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা মানে পুরো নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা।