প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ ষাটগম্বুজ মসজিদে এবারও হবে ঈদের তিনটি জামাত

ষাটগম্বুজ মসজিদে এবারও হবে ঈদের তিনটি জামাত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে বাগেরহাটে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট (বিশ্ব ঐতিহ্য) ষাটগম্বুজ মসজিদে। হযরত খানজাহানের অমর সৃষ্টি ষাটগম্বুজ মসজিদে এবারও ঈদের ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ষাটগম্বুজ মসজিদে বিগত বছরগুলোতে ঈদের জামাতে উপচে পড়া ভিড় ও দেশের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসল্লিদের ষাটগম্বুজ মসজিদে ঈদের জামায়াত অংশ নেয়ার সুযোগ করে দিতে বাগেরহাটের জেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে।

ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতের মুসল্লিদের নিশ্ছিদ্র নিরাপত্তায় পুলিশের পাশাপাশি এ্যলিট ফোর্স র‌্যাব মোতায়েন থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের পাশাপাশি এবার বাগেরহাটে শহরে প্রধান-প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টায় আলীয়া মাদ্রাসা ময়দানে, সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে হযরত খানজাহান আলী দরগা মসজিদ, দশগম্বুজ মসজিদ, খানজাহানীয়া বায়তুল ফালাহ্ মসজিদ, পুরাতন কোর্ট মসজিদ, নতুন কোর্ট মসজিদ, মিঠাপুকুর মসজিদ, সরুই হাজী আরিফ মসজিদ, ফলপট্টি মসজিদে।