প্রচ্ছদ আর্ন্তজাতিক শ্রীলঙ্কায় হামলাকারী একজনকে শনাক্তের দাবি যুক্তরাষ্ট্রের

শ্রীলঙ্কায় হামলাকারী একজনকে শনাক্তের দাবি যুক্তরাষ্ট্রের

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার বিভিন্ন শহরের গির্জা ও হোটেলে হামলা পরিচালনাকারী অন্যতম এক হোতাকে শনাক্তের দাবি করেছে যুক্তরাষ্ট্র।

এছাড়া ওই হামলাকারীর সঙ্গে আইএসআইসহ অন্যান্য আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে বলেও দাবি করেছে দেশটি।

মার্কিন প্রশাসনের দু’জন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সংস্থা সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী ওই ব্যক্তির নামও জানতে পেরেছে যুক্তরাষ্ট্র। এখন তার জাতীয়তা ও নৃতাত্ত্বিক পটভূমি বিস্তারিতভাবে উদ্ধারের কাজ করছে তারা।

উল্লেখ্য, রবিবার ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের ৩টি গির্জা, ৩টি পাঁচ তাঁরা হোটেল ও আরও দুটি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৩১০ জন নিহত ও আরও কমপক্ষে ৫০০ জন আহত হয়েছে।