প্রচ্ছদ আর্ন্তজাতিক শ্রীলঙ্কায় বোমা হামলা: এখন পর্যন্ত ৪০ সন্দেহভাজন গ্রেফতার

শ্রীলঙ্কায় বোমা হামলা: এখন পর্যন্ত ৪০ সন্দেহভাজন গ্রেফতার

শ্রীলঙ্কার বিভিন্ন শহরের গির্জা ও হোটেলে বোমা হামলায় ব্যাপক হতাহতের ঘটনায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

রিপোর্ট লেখা পর্যন্ত বোমা হামলার ঘটনায় ৪০ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতারকৃতদের সবাই শ্রীলঙ্কান নাগরিক বলে জানিয়েছে পুলিশের একজন মুখপাত্র। খবর সিএনএনের।

উল্লেখ্য, রবিবার ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের ৩টি গির্জা, ৩টি পাঁচ তাঁরা হোটেল ও আরও দুটি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৩১০ জন নিহত ও আরও কমপক্ষে ৫০০ জন আহত হয়েছে।