প্রচ্ছদ খেলাধুলা শীর্ষে ওঠার লড়াইয়ে মুখোমুখি মাশরাফি-সাকিব

শীর্ষে ওঠার লড়াইয়ে মুখোমুখি মাশরাফি-সাকিব

ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স আর অ্যালেক্স হেইলস ছিলেন না। সাগরিকার সবুজ ঘাসে গতকাল রবিবার অনুশীলনে নামা রংপুর রাইডার্সের অন্যরা কোচের নির্দেশনা অনুযায়ী ভিন্ন ধরনের কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন। রিলে রুশো চার-ছক্কা হাঁকানোর কৌশলে বাড়তি কিছু যোগ করার চেষ্টা করলেন। বোলিংয়ে শান দিলেন শফিউল, ফরহাদ রেজারা।

রংপুরের কিছুক্ষণ আগেই মাঠে নেমে বিপরীত পাশে অনুশীলনে মাতলো ঢাকা ডাইনামাইটস। কোচ খালেদ মাহমুদ সুজন উইকেটটা পর্যবেক্ষণ করলেন। রণকৌশল সাজাতে কাজে লাগবে। ঢাকার আজ সোমবার প্রথম ম্যাচ চট্টগ্রামে। চ্যালেঞ্জ তো থাকছেই। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতিপক্ষ। রংপুর রাইডার্স এবং ঢাকা ডাইনামাইটস। অঘোষিতভাবেই দু’টো দল টুর্নামেন্টের অন্যতম সেরা।

কেউ কেউ তো বলেই দিচ্ছেন, আজ ফাইনালের আগে ফাইনাল হতে যাচ্ছে। সত্যিকার অর্থেই কিন্তু তাই। জিতলেই শীর্ষে যাওয়ার সুযোগ দুই দলের সামনে। হেরে গেলে শীর্ষ চারের বাইরে চলে যাওয়ার ভয় থাকবে। তাছাড়া জাতীয় দলের দুই অধিনায়কেরও লড়াই এটা। মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসানের লড়াই।

বিপিএল সিক্সের পয়েন্ট তালিকায় এখনো ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চিটাগং ভাইকিংস। কিন্তু আজই দুইয়ে নেমে যাচ্ছে তারা। রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস ম্যাচের ফল হলেই বিজয়ী দল শীর্ষে উঠে যাবে। সেক্ষেত্রে দুই দলেরই সংগ্রহ দাঁড়াবে ১২ পয়েন্ট করে। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে যাবে চিটাগং ভাইকিংস।

ঢাকায় প্রথম পর্বে সাকিব আল হাসানরা চরম উত্তেজনাপূর্ণ একটা ম্যাচে হারিয়েছিলেন রংপুর রাইডার্সকে। মাত্র ২ রানে হেরে গিয়েছিলেন মাশরাফিরা। সাকিবদের ১৮৩/৯ রানের জবাবে মাশরাফিরা করেছিলেন ১৮১/৯। রিলে রুশোর ৪৪ বলে করা ৮৩ রানের ইনিংসটাও জয় উপহার দিতে পারেনি রংপুর রাইডার্সকে। আজও কঠিন এক লড়াই আশা করে রংপুর রাইডার্স। তবে এই লড়াইয়ের মধ্য দিয়ে জয়টা চায় তারাই।

রংপুর রাইডার্স বনাম ঢাকা ডায়নামাইটস লড়াই হলে দর্শকদের মধ্যেও বাড়তি উত্তেজনা থাকে। গত মৌসুমে সাকিবদের হারিয়েই তো বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিলেন মাশরাফিরা। এবারেও কী তারই পুনরাবৃত্তি হবে নাকি ভিন্ন কিছু তা কেবল সময়েই জানা যাবে। তবে চট্টগ্রামের লড়াইয়েও পরতে পরতে ছড়িয়ে থাকবে ফাইনালের উত্তেজনাই।