প্রচ্ছদ জাতীয় শিরীন শারমিন চৌধুরীকে ভারতের লোকসভার স্পিকারের অভিনন্দন

শিরীন শারমিন চৌধুরীকে ভারতের লোকসভার স্পিকারের অভিনন্দন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।

এছাড়া ভারতের বিভিন্ন সংসদ সদস্যরা অভিনন্দন জানিয়েছেন স্পিকারকে।

ভারতের লোকসভার স্পিকার মোবাইলে যোগাযোগ করে ড. শিরীন শারমিন চৌধুরীকে বৃহস্পতিবার অভিনন্দন জানান।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে এমপিরাও স্পিকারকে বিভিন্ন মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন নিয়ে রংপুর-৬ আসন থেকে নৌকা প্রতীকে ২ লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হন ড. শিরীন শারমিন চৌধুরী।

এর আগে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া ওই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

আর নবম সংসদে তিনি সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।