প্রচ্ছদ জাতীয় শান্তিনগর-ঝিলমিল ফ্লাইওভার ২০২২ সালের মধ্যে বাস্তবায়ন

শান্তিনগর-ঝিলমিল ফ্লাইওভার ২০২২ সালের মধ্যে বাস্তবায়ন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে রাজধানীর শান্তিনগর থেকে মাওয়া রোড (ঝিলমিল) পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভারটি বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। শিগগিরই পিপিপি পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নের জন্য তিনটি তালিকাভুক্ত প্রতিষ্ঠান বরাবর আরএফপি জারি করা হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের প্রথম প্রশ্নোত্তর পর্বে দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম আরও জানান, ২০১৩ সালে মন্ত্রিসভা কমিটিতে প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত হয়। গত বছরের জুন মাসে প্রকল্পের অনুকূলে ৫৩৪ কোটি ৭২ লাখ টাকার ভায়াবিলিটি গ্যাপ ফিন্যান্সিং প্রস্তাব অনুমোদন করে অর্থমন্ত্রণালয়। এরমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য দাখিল করা ছয়টি প্রাতিষ্ঠানিক প্রস্তাব থেকে তিনটি প্রতিষ্ঠানকে সুপারিশ করা হয়।