প্রচ্ছদ আজকের সেরা সংবাদ শহীদ মিনারে খোকার মরদেহ

শহীদ মিনারে খোকার মরদেহ

বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে বেলা ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে আনা হয়। এরপর শুরু হয় সারিবদ্ধ ভাবে ফুল দিয়ে সকলের শ্রদ্ধা নিবেদন।

এর আগে বেলা দশটা থেকে নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের এসে ভিড় করেন। বেলা সাড়ে ১১টায় এসে পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

ক্যান্সারে আক্রান্ত খোকা নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ৪ নভেম্বর দুপুরে মারা যান। ৭ নভেম্বর সকাল তার মরদেহ দেশে আনা হয়। ২০১৪ সাল থেকে চিকিৎসার জন্য তিনি নিউইয়র্কে ছিলেন।

চার বারের নির্বাচিত সংসদ সদস্য, দুই বারের মন্ত্রী ও ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা।