প্রচ্ছদ হেড লাইন রোহিঙ্গাকে ফেরত নেয়ার কোনো সত্যতা নেই: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাকে ফেরত নেয়ার কোনো সত্যতা নেই: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে ৪৬ জন রোহিঙ্গাকে ফেরত নেয়া হয়েছে বলে মিয়ানমার যে দাবি করেছে, তার কোনো সত্যতা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় হতাহতদের চেক হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মিয়ানমার নিজেদের সীমান্তে অবস্থানকারী রোহিঙ্গাদেরও ফেরত নিচ্ছে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, তারা বিভিন্ন ধরণের মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছে। আমাদের হিসেবে যে রেকর্ড করেছি তার একটি লোকও ফেরত যায়নি। মিয়ানমার বলছে, কয়েকশো লোক গেছে এটা তাদের তথ্য আমরা এটা জানিনা। কিভাবে যাচ্ছে তাও আমরা জানি না। আমাদের এলাকা থেকে একটা লোক নিলেও আমরা জানতাম।