প্রচ্ছদ খেলাধুলা রোনালদোর চেয়ে মদ্রিচই বেশি যোগ্য: রামোস

রোনালদোর চেয়ে মদ্রিচই বেশি যোগ্য: রামোস

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ৯ বছর খেলেছেন সার্জিও রামোস। তারপরও লুকা মদ্রিচকে কেন্দ্র করে সিআর সেভেনকে ব্যঙ্গ করতে ছাড়লেন না রিয়াল মাদ্রিদ অধিনায়ক।

রামোসের সামনে প্রশ্ন ছিল, ক্রোয়েশিয়ান তারকা মদ্রিচের ’দ্য ফিফা বেস্ট’ পুরষ্কার জেতার সম্ভাবনা নিয়ে। উত্তরে রোনালদোর নাম না উল্লেখ করে স্পেন অধিনায়ক বলেছেন, ‘হয়তো কারো নাম বা মার্কেটিং অনেক ভালো। কিন্তু মদ্রিচ এই পুরষ্কার জেতার যোগ্য।’

সেরা তিনে তালিকায় রোনালদো ও মোহামেদ সালাহ’র সঙ্গে আছেন মদ্রিচ। এ নিয়ে রামোস আরো বলেন, ‘দেখা যাক জেতে। মদ্রিচ আমার বন্ধু। আমার দলে কিছু খেলোয়াড় আছে, যাদের জন্য আমি গর্বিত। মদ্রিচ তাদেরই মধ্যেই পড়ে। তিনি খুব বড় তারকা। দ্য ফিফা বেস্ট জিতলে আমি ততটাই খুশি হব, যতটা আমি নিজে জিতলে হতাম।’

ফিফা বেস্টই না, মদ্রিচ যে উয়েফার সেরা পুরষ্কার জিতেছেন তা নিয়েও কথা বলেছেন রামোস। তার মতে, উয়েফার সেরা পুরষ্কার জেতার ক্ষেত্রে রোনালদোর চেয়ে মদ্রিচই বেশি যোগ্য। জাতীয় ও ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপে যে পারফরম্যান্স করেছেন তার কারণেই পর্তুগিজ তারকার চেয়ে এগিয়ে ক্রোয়েট অধিনায়ক।

শুধু মাঠের পারফরম্যান্স না, ব্যক্তি জীবনে রোনালদোর চেয়ে মদ্রিচ বেশি বিনয়ী বলে মন্তব্য রামোসের।