প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ‘রেমিট্যান্সে ভ্যাট-ট্যাক্স আরোপের বিষয়টি গুজব’

‘রেমিট্যান্সে ভ্যাট-ট্যাক্স আরোপের বিষয়টি গুজব’

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের টাকার ওপর বাজেটে নতুন করে ভ্যাট-ট্যাক্স আরোপ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে যে গুজব ছড়ানো হয়েছে তা সঠিক নয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সেই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাজেট সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কোন একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে এ অপপ্রচার ছড়াচ্ছে। তারা জানান, প্রবাসীদের পাঠানো অর্থে কোন ধরনের ভ্যাট-ট্যাক্স এখন পরিশোধ করতে হয়না। কেবল অর্থ পাঠানোর সময় সংশ্লিষ্ট ব্যাংকের প্রযোজ্য হারে চার্জ পরিশোধ করতে হয়।