প্রচ্ছদ আর্ন্তজাতিক রাশিয়ার ওপর আবারও অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার ওপর আবারও অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র

ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যা চেষ্টায়, রাশিয়াকে অভিযুক্ত কোরে দেশটির উপর নতুন করে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্পাত্র হিদার নুয়ার্ট এক বিবৃতিতে জানায়, রাশিয়া ১৯৯১ সালের আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন করে প্রাণঘাতী নার্ভ এজেন্টে প্রয়োগ করে। এতে যুক্তরাষ্ট্র নতুন করে মস্কোর উপর অবরোধ আরোপ করতে যাচ্ছে। আগামী ২২শে আগস্ট থেকে এ অবরোধ কার্যকর হতে পারে বলেও উল্লেখ করা হয়। তবে, অবরোধের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত ৪ মার্চ ব্রিটেনের সলসবারির একটি বিপণিকেন্দ্রের বাইরে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ব্রিটিশ কর্তৃপক্ষ জানায়, তাদের দু’জনকে বিষাক্ত নার্ভ এজেন্ট প্রয়োগে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।