প্রচ্ছদ শিক্ষাঙ্গন রাবিতে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শেষ

রাবিতে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শেষ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ও সম্মাননা-২০১৯ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক ভবনে পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হয়।

মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রদর্শনীতে জমাটবদ্ধ মাধ্যম প্রতিকৃতি ও ভাস্কর্য, ফাইবার গ্লাস মাধ্যম বিক্ষিপ্ত শরীর, পোড়ামাটির ফলক, পোস্টার রং এর বেসিক ডিজাইন, স্থানীয় মাটি দিয়ে গণিকা, আবেশ, টেরাকোটা ও ম্যুরালসহ বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শন করা হয়।

প্রদর্শনীতে ১ম বর্ষ থেকে শুরু করে মাষ্টর্সের শিক্ষার্থীদের মোট ৮২টি শ্রেণীকর্ম প্রদর্শিত হয়। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১২ জনকে নির্বাচিত করে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা হিসেবে দু’জনকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২৪ তারিখ থেকে চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের বার্ষিক এ শিল্পকর্ম প্রদর্শনী ও সম্মাননা শুরু হয়।