প্রচ্ছদ শিক্ষাঙ্গন রাবিতে প্রাণরসায়ন গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

রাবিতে প্রাণরসায়ন গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘উন্নত জীবন ও টেকসই উন্নয়নে প্রাণরসায়ন গবেষণা’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এই সম্মেলন উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

দিনব্যাপী এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে ৩টি একাডেমিক ও ১টি পোস্টার প্রেজেন্টেশন এবং কয়েকটি পার্শ্ব সেশনে দেশ-বিদেশের গবেষকদের ৮৮টি প্রবন্ধ উপস্থাপিত হয়।

প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সভাপতি ও সম্মেলন সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন, সম্মেলন সাংগঠনিক কমিটির সহ-আহ্বায়ক অধ্যাপক তোফাজ্জল হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। বিশেষ অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক এম খলিলুর রহমান খান।

এসময় বাংলাদেশ ছাড়াও জাপান, ভারত ও মালয়েশিয়াহ অন্য কয়েকটি দেশের সংশ্লিষ্ট ক্ষেত্রের শিক্ষক, গবেষক ও পেশাজীবী এই সম্মেলনে অংশ নেন।