প্রচ্ছদ জাতীয় রাতে দেশে ফিরছেন মাহবুব তালুকদার

রাতে দেশে ফিরছেন মাহবুব তালুকদার

১০ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে বুধবার রাতে দেশে ফিরছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বুধবার দুপুরে মাহবুব তালুকদারের একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এনাম উদ্দীন জানান, মাহবুব তালুকদার সৌদি এয়ালাইন্সের একটি বিমানে যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। আজ রাত ৯টা নাগাদ তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারেন।

নির্বাচন কমিশনের ৩৫তম সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দেন মাহবুব তালুকদার। আর ৩৬তম সভায় বক্তব্য তুলে ধরতে না দেওয়ায় নোট অব ডিসেন্ট দেন এই কমিশনার।

মাহবুব তালুকদার এমন দেশে ফিরছেন যার পরের দিনেই (১ নভেম্বর, বৃহস্পতিবার) একাদশ জাতীয় নির্বাচনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। শনিবার (৩ নভেম্বর) কমিশন সভা হবে।

এর আগে কমিশন বিজ্ঞপ্তি জারি করে বলেছিল, ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগামী ২০ থেকে ৩০ অক্টোবর তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। সফর শেষে তিনি ৩১ অক্টোবর ঢাকায় ফিরবেন।