প্রচ্ছদ রাজনীতি নির্বাচন যে ২২ আসনে জয় পেল জাতীয় পার্টি

যে ২২ আসনে জয় পেল জাতীয় পার্টি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন রবিবার সারা দেশে অবাধ, শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পেয়েছে। তবে ৩০০ আসনের মধ্যে প্রাপ্ত ২৯৮টির বেসরকারি ফলাফলে ২২টিতে জয়লাভ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টি।

জাতীয় পার্টির ‌বিজয়ীরা হলেন :

(১) রংপুর-৩ আসনে হু‌সেইন মুহম্মদ এরশাদ, (২) ময়মন‌সিংহ-৪ আসনে বেগম রওশন এরশাদ, (৩) লালম‌নিরহাট-৩ আসনে জি এম কা‌দের, (৪) রংপুর-১ এ ম‌সিউর রহমান রাঙ্গা, (৫) নীলফামারী-৩ মেজর (অব.) রানা সোহাম্মদ সো‌হেল, (৬) নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান,
(৭) কু‌ড়িগ্রাম-২ আসনে প‌নির উদ্দিন আহ‌মেদ, (৮) গাইবান্ধা-১ ব্যা‌রিস্টার শা‌মিম হায়দার পা‌টোয়ারী, (৯) বগুড়া-২ শ‌রিফুল ইসলাম জিন্নাহ, (১০) ব‌রিশাল-৬ নাস‌রিন জাহান রতনা, (১১) পি‌রোজপুর-৩ ডা. রুস্তম আলী ফরাজী, (১২) ময়মন‌সিংহ-৮ ফকরুল ইমাম, (১৩) কি‌শোরগঞ্জ-৩ মু‌জিবুল হক চুন্নু, (১৪) ঢাকা-৪ সৈয়দ আবু হো‌সেন বাবলা, (১৫) ঢাকা-৬ আসনে কাজী ফি‌রোজ রশীদ, (১৬) নারায়ণগঞ্জ-৩  লিয়াকত হো‌সেন খোকা, (১৭) নারায়ণগঞ্জ-৫ সে‌লিম ওসমান, (১৮) সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান মেজবাহ, (১৯) ফেনী-৩ লে. জে. (অব.) মাসউদ উদ্দিন চৌধুরী, (২০) চট্টগ্রাম-৫ ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, (২১) বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু এবং (২২) বগুড়া-৭ আসনে নুরুল ইসলাম তালুকদার।