প্রচ্ছদ খেলাধুলা যে পরিকল্পনা নিয়ে খেলবে ঢাকা ডায়নামাইটস

যে পরিকল্পনা নিয়ে খেলবে ঢাকা ডায়নামাইটস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা ডায়নামাইটস মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এর। এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা আগামী ৮ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিপক্ষে ফাইনালে খেলবে। বিপিএল এর শুরুতে দুর্দান্ত ফর্মে ছিল ঢাকা ডায়নামাইটস। প্রথম ছয় ম্যাচে পাঁচ জয়। এরপর টানা পাঁচ ম্যাচ হেরে বিপিএলের প্লে-অফের লড়াই থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল ঢাকা ডায়নামাইটস। এলিমিনেটরে চিটাগং ভাইকিংসকে হারিয়েছে ঢাকা

ফাইনালে যাওয়ার লড়াইয়ে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চতুর্থ আসরের চ্যাম্পিয়ন ঢাকা। সুযোগটা তারা দুহাতে কাজে লাগাতে চান বলে জানিয়েছেন ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন।

মঙ্গলবার মিরপুরে সংবাদিকদের খালেদ মাহমুদ বলেছেন, ‘অবশ্যই, আমরা যখন দল করি তখন চ্যাম্পিয়নের জন্য দল করি। আমাদের একটি সুযোগ আছে। অবশ্যই আমাদের একটি মোমেন্টামের প্রয়োজন ছিল। চিটাগাংকে হারিয়ে মোমেন্টামটা তৈরি হয়েছে। সেটাই আসলে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর খুলনাকে হারিয়েও মোমেন্টাম তৈরি হয়েছে।’

‘এখন আমার কাছে মনে হয় দল অনেক আত্মবিশ্বাসী, ভালো খেলছে মাঠে। বোলিংটা আমাদের ভালো হচ্ছে, ফিল্ডিংটা আমরা ভালো করছি। আর শেষ দুই ম্যাচেও আমাদের টপ অর্ডারে জুটি হয়েছে, যেটি আমাদের জন্য খুবই চিন্তার বিষয় ছিল। এটি একটি ইতিবাচক দিক আমাদের।’

তবে রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেই বাড়তি সতর্ক ঢাকার কোচ, ‘পরের ম্যাচটি রংপুরের বিপক্ষে, গত বছরের চ্যাম্পিয়ন দল। মাশরাফির নেতৃত্বে খেলা দলটিকে ছোট করে দেখার কিছু নেই। দারুণ একটি লড়াকু দল তারা। সুতরাং অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে কালকের ম্যাচে। আর আশা করি যে সুযোগটা আমরা কাজে লাগাব ইনশাল্লাহ।