প্রচ্ছদ রাজনীতি যে কারনে জামাত নয়, ঐক্যফ্রন্ট ছাড়তে বললেন বেগম জিয়া!

যে কারনে জামাত নয়, ঐক্যফ্রন্ট ছাড়তে বললেন বেগম জিয়া!

জাতীয় ঐক্যফ্রন্টের ব্যাপারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘নেতিবাচক’ মনোভাব দেখিয়েছেন বলে তার আইনজীবিরা জানিয়েছেন। বিশেষ সূত্র মতে, বেগম জিয়া বলেছেন, ‘ঐক্যফ্রন্টে আমাদের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। তারা (ঐক্যফ্রন্টের নেতারা) শুধু নিয়েছে কিছু দিতে পারেনি। তাদের কথাবার্তায় বিএনপি সম্পর্কে মানুষের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে।’

রোববার দুপুরে নাইকো দুর্নীতি মামলার হাজিরা দিতে এসে খালেদা জিয়া দলের আইনজীবী এবং স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের সঙ্গে দলের নীতিনির্ধারণী বিষয় নিয়ে কিছুক্ষণ কথা বলেছেন বলে জানা গেছে।

জানা গেছে, বেগম জিয়া নাকি এও বলেছেন, ২০ দলীয় ঐক্যজোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট এই দুই জোটের মধ্যে যদি কোনোটিকে ছেড়ে দিতেই হয় তবে যেন ঐক্যফ্রন্টকে ছেড়ে দেওয়া হয়। কোনো অবস্থতেই যেন ২০ জোটে ভাঙ্গনের সৃষ্টি না হয়।

পুরাতন ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস বসে। এই মামলায় দুপুর ১২টা ২০ মিনিটে বেগম জিয়াকে হুইল চেয়ারে হাজির করা হয়। এসময় মামলার অন্য আসামি ব্যারিস্টার মওদুদ আহমেদ তার নিজের শুনানি করছিলেন। মামলার চার্জ গঠনের বিরোধিতা করে তিনি বক্তব্য রাখছেন। আদালতে প্রবেশের খানিকপর তিনি বিরোধী দল প্রসঙ্গে মন্তব্য করেন।

মওদুদ আহমেদের শুনানি অসমাপ্ত রেখেই দুপুর দেড়টায় শুনানি ২১ জানুয়ারি পর্যন্ত মূলতবি ঘোষণা করা হয়। এরপর বেগম জিয়া তার আইনজীবী এবং ব্যারিস্টার মওদুদ আহমেদের সঙ্গে প্রায় দশ মিনিট কথা বলেন। বেগম জিয়া সংসদে না যাওয়ার সিদ্ধান্ত কোনো অবস্থাতেই যাতে পরিবর্তন না হয় সে নির্দেশনাও দিয়েছেন বলে জানা গেছে।

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘আমরা সংসদ সদস্যদের শপথ না নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছি ম্যাডাম তা সমর্থন জানিয়েছেন।’ ‘তথাকথিত এই নির্বাচনে আমাদের যে ক’জন, তারা শপথ নিলেই এই সংসদ বৈধতা পাবে। সেটা আমরা চাই না। ম্যাডামও চান না।’

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বেগম জিয়া ২০ দলের ঐক্যকে অটুট রাখার নির্দেশ দিয়েছেন। কোন অবস্থাতেই ২০ দলের ঐক্য যেন বিনষ্ট না হয় সেদিকে নজর রাখার জন্য নির্দেশ দিয়েছেন।

সেইসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যাপারে বিএনপি চেয়ারপারসন ‘নেতিবাচক’ মনোভাব দেখিয়েছেন। বেগম জিয়া বলেছেন, ‘ঐক্যফ্রন্টে আমাদের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। তারা (ঐক্যফ্রন্টের নেতারা) শুধু নিয়েছে কিছু দিতে পারেনি। তাদের কথাবার্তায় বিএনপি সম্পর্কে মানুষের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে।’

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আমাদের ছিলো নির্বাচনকালীন কৌশলগত ঐক্য। আর আমাদের ২০ দলের ঐক্য হলো চিন্তা-চেতনা এবং আদর্শের ঐক্য। যেহেতু নির্বাচন শেষ তাই জাতীয় ঐক্যফ্রন্টের প্রয়োজনীয়তা নিয়ে ম্যাডাম প্রশ্ন তুলেছেন। তবে তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের পক্ষে মত দিয়েছেন।’

মওদুদ বলেন, ‘আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দেলন করতে চাই, তবে তা ২০ দলকে বিসর্জন দিয়ে নয়।’

এছাড়া বেগম জিয়া জামাত নিয়ে ড. কামাল হোসেনের বক্তব্যেও অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বেগম জিয়া বিএনপির আদর্শ অটুট রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।–গোনিউজ২৪