প্রচ্ছদ আর্ন্তজাতিক মুসলিম রাষ্ট্রদের ভারত থেকে শিক্ষা নেওয়া উচিত: দালাই লামা

মুসলিম রাষ্ট্রদের ভারত থেকে শিক্ষা নেওয়া উচিত: দালাই লামা

তিব্বতের ধর্মগুরু দালাই লামা বলেছেন, বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়ার মতো মুসলিম রাষ্ট্রগুলির উচিত ভারতের কাছ থেকে ধর্মের শিক্ষা নেওয়া, যাতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয়। মঙ্গলবার উত্তরপ্রদেশের ফারুখাবাদ শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে এই মন্তব্য করেন তিনি।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে দালাই লামা বলেন, ‘আজকের দিনেও সিরিয়া, আফগানিস্তান এমনকি পাকিস্তানেও শিয়া ও সুন্নি মুসলিমরা একে অপরকে হত্যা করছে। সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই বিশ্ব বুঝেছে কিন্তু তার পরেও শান্তির খোঁজে আমাদের আরও পথ যেতে হবে। এখন আমি আমার পুরো জীবনটাই শান্তির জন্য উৎসর্গ করেছি।’

ভারতের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ভারতে ১২৫ কোটি মানুষ বাস করে, সেখানে বিভিন্ন ধর্ম ও ঐতিহ্য সমান ভাবে বিরাজ করছে। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলিম রাষ্ট্রগুলির উচিত ভারতের কাছ থেকে ধর্মের পাঠ নেওয়া। এই দেশটিতে সকল ধর্মের মধ্যেই সমন্বয় বিরাজ করে এবং অ-সহিংস নীতির কারণেই আধুনিক ভারত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে।’

ভারত-চীনের সীমান্তবর্তী ‘ডোকালাম’ বিতর্কিত ইস্যুটি নিয়েও মুখ খোলেন দালাই লামা। তিনি বলেন, ‘উভয় রাষ্ট্রেরই উচিত একসাথে বসে এই সমস্যা মিটিয়ে ফেলা।’ ‘হিন্দি চীনা ভাই ভাই’ এই স্লোগানটি প্রাসঙ্গিক হওয়া উচিত বলেও মনে করেন এই বৌদ্ধ ধর্মগুরু।