প্রচ্ছদ শিল্প সাহিত্য মুক্তির জয়গান

মুক্তির জয়গান


ত্রিশ লক্ষ মানুষ দিয়ে গেলো প্রাণ
দুই লক্ষ মা-বোন হারালো মান!
একটা পাখি

মুক্ত আকাশে উড়বে বলে
এক কবির মুখে শুনেছি
মুক্তির জয় গান!
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম

ধানের খেতে ফসলে ফসলে
কৃষকের মুখে মিষ্টি হাসি
নদীতে নৌকা বইছে মাঝির কন্ঠে
নতুন সূরের গান,সূর উঠেছে বজ্রকন্ঠে
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!

ভোরের সূর্য রক্তিম আলোয় আলোকিত
মুক্ত সূর্যের সোনালী হাসি
পাখির কন্ঠে একটা গান
শেখ মুজিবুর রহমান!

লেখক- আয়মান আহমেদ