প্রচ্ছদ আর্ন্তজাতিক মিয়ানমারে ভয়াবহ বন্যা

মিয়ানমারে ভয়াবহ বন্যা

৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয়েছে মিয়ানমার। গত রবিবার শত শত মানুষ বন্যা থেকে বাঁচতে বাড়ি-ঘর ছেড়ে গেছে। বেশ কিছু সময় ধরে ভারি বর্ষণের পর বন্যায় ভেসে যায় মিয়ানমারের মোন প্রদেশের বেশ কিছু এলাকা। সরকারি কর্মকর্তা ও উদ্ধারকর্মীদের উদ্ধৃতি দিয়ে মিয়ানমার টাইমস এ খবর প্রকাশ করেছে।

বন্যার কারণে মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় এলাকায় পাহাড়ের ওপর অবস্থিত বিখ্যাত প্যাগোডা কেয়িক থান ল্যানের ভূমি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ভেসে গেছে শত শত ঘরবাড়ি।

সপ্তাহ জুড়ে ভারী বর্ষণ ও বন্যা হলেও দেশটির রাষ্ট্রীয় সংগঠন গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, ক্ষতিগ্রস্থ এলাকায় ত্রাণ সরবরাহ করা হয়নি।