প্রচ্ছদ খেলাধুলা মাশরাফি যে ঘটনা নিয়মিত ঘটাচ্ছেন

মাশরাফি যে ঘটনা নিয়মিত ঘটাচ্ছেন

কাল অসাধারণ বোলিং করেছেন, দলের জয়ে দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব—গত কিছুদিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ঘটনা নিয়মিতই ঘটাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। ঘটনাটা কী, জানতে একটু পেছনে যেতে হবে।

২২ জুলাই ২০১৮, গায়ানা

ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর বাংলাদেশ তখন ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজছে। সে উপায়টা তারা খুঁজে পেল গায়ানায়। সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম-সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিবীয়দের ২৮০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ। লক্ষ্যটা উইন্ডিজের সামনে পর্বতপ্রমাণ করে তুললেন মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ২৩১ রানের বেশি তুলতে পারল না। ১০ ওভারে ২ মেডেন দিয়ে ৩৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার মাশরাফিই। বাংলাদেশ সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। পরে তো ২-১ ব্যবধানে সিরিজই জিতল।

৯ ডিসেম্বর ২০১৮, মিরপুর

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের যে দশা হয়েছিল, বাংলাদেশ সফরে ক্যারিবীয়দের সেটাই হলো। টেস্ট ধবলধোলাইয়ের শিকার ওয়েস্ট ইন্ডিজ তখন একটা জয়ের খোঁজে ভীষণ হাঁ-হাপিত্যেশ করছে। মাশরাফির প্রেক্ষাপট অবশ্য ভিন্ন। রাজনীতিতে নাম লিখিয়ে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন। সব প্রশ্নের উত্তর দিতে মাশরাফি পরে সংবাদ সম্মেলনই ডাকলেন। রাজনীতিতে নাম লেখায় খেলায় প্রভাব পড়বে কি না, এ সংশয়ও দেখা দিল। সিরিজের প্রথম ওয়ানডেতে মাশরাফি প্রমাণ করলেন, মাঠে যখন নামেন তাঁর মনোযোগ খেলাতেই থাকে। ১০ ওভারে ৩০ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আটকে ফেললেন ৯ উইকেটে ১৯৫ রানে। বাংলাদেশ যেটি পেরিয়ে গেছে ৫ উইকেট হাতে রেখে। রাজনীতিতে নাম লেখানোর পর প্রথম যে ম্যাচটা খেলতে নামলেন, সেটিতেই হলেন ম্যাচসেরা।

৭ মে ২০১৯, ডাবলিন

গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরটা ভালো যায়নি। আয়ারল্যান্ড সফরে রওনা দেওয়ার আগে জানিয়ে গিয়েছেন, যাচ্ছেন শেষ বিশ্বকাপ খেলতে। আয়ারল্যান্ডে গিয়েই কঠিন কন্ডিশনে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ হেরে বসেছে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। ত্রিদেশীয় সিরিজে কেমন করে, এ নিয়ে যে সংশয় সেটি কাল বাড়তে শুরু করল ৪০ ওভার পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখে। সব সংশয় দূর হলো, সেটি মাশরাফির হাত ধরেই। ৪৯ রানে পেলেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে আটকে ফেলল ২৬১ রানে। তামিম-সৌম্য-সাকিব-মুশফিকের অসাধারণ ব্যাটিং ম্যাচটা ৮ উইকেট জিতল বাংলাদেশ।

গত ১০ মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজই খেলতে নেমেছে বাংলাদেশ, প্রথম ম্যাচেই অসাধারণ বোলিং করছেন মাশরাফি। আর তাতে দল শুধু ম্যাচই জেতেনি, পরে সিরিজও জিতেছে। আয়ারল্যান্ড সফরের শুরুতেই তাই হলো। সিরিজের ফলটাও কি আগের মতো হবে?