প্রচ্ছদ খেলাধুলা মাশরাফি বলেই এইটা সম্ভব

মাশরাফি বলেই এইটা সম্ভব

গতকাল বিপিএলের ২য় ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিং এ নেমে ৪৫ বলে ৫১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন মেহেদি হাসান মিরাজ।

জাতীয় দলে লোয়ার অর্ডারে ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ। রাজশাহী কিংসের হয়ে মিডল অর্ডারে তাঁকে ব্যাট করতে দেখা গিয়েছে। কিন্তু খুলনার বিপক্ষে ম্যাচটিতে প্রথমবারের মতো তিনে নামতে দেখা গিয়েছে মিরাজকে।

মৌসুমে নিজেদের প্রথম জয় পাওয়ার পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে মিরাজ জানান , প্রথম জয় পেয়ে ভালো লাগছে অনেক। আমরা ভালোভাবে ফিরে আসতে পেরেছি, ছেলেরা ভালো খেলেছে। দলের ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ আমি। তাঁরাই আমাকে উপরের দিকে ব্যাট করতে বলেছে। বোলাররাও ভালো করেছে। বিশেষ করে উদানা এবং মুস্তাফিজ।

এদিকে গতকাল ম্যাচ চলাকালীন নিজের বলে যখন কায়েস হাতে আঘাত পায় । ম্যাশ তখন নিজেই দৌড়ে এসে কায়েসের হাতের সেবা করেন। মাশরাফি বলেই এইটা সম্ভব । সে শুধু একজন খেলোয়াড় নয় এক একটা মানুষের এক একটা কলিজায় গেঁথে যাওয়া হিরু ।

একজন সত্যিকারের লিডার বা ভালো মানুষের আফিকারী এই মানুষটি । খেলায় প্রতিপক্ষ হলেও ভালোবাসা দিয়ে সবসময় আগলে রাখছেন সতীর্থদের।