প্রচ্ছদ আর্ন্তজাতিক মার্কিন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি ব্রেট কাভানগ

মার্কিন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি ব্রেট কাভানগ

ব্রেট কাভানগকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তের ফলে দেশটির সর্বোচ্চ বিচারালয়ে রক্ষণশীল বিচারকদের সংখ্যা বেড়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের অধীনে সিনেটের এ মনোনয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি।

কাভানগের নিয়োগ বিষয়ে ট্রাম্প বলেন, বিচারক কাভানগের অতীতের অর্জনগুলো খুবই চমৎকার। তিনি অসাধারণ যোগ্য ব্যক্তি। আইনের অধীনে তার ন্যায়বিচারের প্রতিশ্রুতি আগেই প্রমাণিত হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কাভানগকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের আপিল আদালতে ২০০৩ সালে নিয়োগ দিয়েছিলেন। কয়েক বছরের ডেমোক্র্যাটদের বাধার পর ২০০৬ সালে সিনেট তাকে নিশ্চিত করে। ওয়াশিংটন শহরে বেড়ে ওঠা কাভানগ প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার একজন জোরালো সমর্থক। তার বাবা একজন স্কুলশিক্ষক ছিলেন। গোড়া রক্ষণশীলতার জন্য তার খ্যাতি রয়েছে।