প্রচ্ছদ আর্ন্তজাতিক মার্কিন জোটের হামলায় তিন বছরে সিরিয়ায় নিহত ৩ হাজার ৩শ’

মার্কিন জোটের হামলায় তিন বছরে সিরিয়ায় নিহত ৩ হাজার ৩শ’

গেল চার বছরে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত তিন হাজার তিনশ’ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সোমবার এক প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ২০১৪ সালের আগস্টে সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে দেশটিতে অভিযান শুরু করে মার্কিন বাহিনী। বিমান হামলা শুরু করা হয় ঐ বছরের সেপ্টেম্বর থেকে। প্রতিবেদনে আরও জানানো হয়, মার্কিন হামলায় নিহতদের মধ্যে ৮২৬ জন শিশু ও ৬১৫ জন নারী রয়েছেন।

এদিকে, আলাদা এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র জানায়, তাদের বিমান হামলায় এ পর্যন্ত সিরিয়া ও ইরাকে এক হাজার ৬১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।