প্রচ্ছদ জাতীয় মারা গেছেন বীরাঙ্গনা রমা চৌধুরী

মারা গেছেন বীরাঙ্গনা রমা চৌধুরী

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন একাত্তরের বীরাঙ্গনা লেখক রমা চৌধুরী। সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রমা চৌধুরীর সহকারী আলাউদ্দিন খোকন বলেন, ‘সন্ধ্যায় দিদির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। রাতেই তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। সোমবার ভোর ৪টার দিকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’

১৯৩৬ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন রমা চৌধুরী। তিনি বিভিন্ন ধরণের জটিল রোগে ভুগছিলেন। এসব রোগের মধ্যে রয়েছে- পিত্তথলীতে পাথর, ডায়াবেটিস, অ্যাজমা, পেটে ক্ষত, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ। চলতি বছরের ১৫ জানুয়ারি রমা চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।