প্রচ্ছদ আর্ন্তজাতিক মাদুরোর সময় শেষ : গুয়াইদো

মাদুরোর সময় শেষ : গুয়াইদো

ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট গুয়াইদো জানিয়েছেন, তিনি ‘দখলদারিত্বের অবসান, মধ্যবর্তী সরকার গঠন এবং সুষ্ঠু ও স্বাধীন নির্বাচন অনুষ্ঠান করতে চান।

অস্কার শেঙ্কলারকে গুয়াইদো বলেন, এই প্রক্রিয়া ত্বরান্বিত করাই তার লক্ষ্য। নিরপেক্ষ নির্বাচন হলে কে কে প্রেসিডেন্ট পদে লড়াই করেন সেটা দেখা যাবে।

নিরপেক্ষ নির্বাচন অবশ্য আপাতদৃষ্টিতে বেশ দূরের বিষয়ই মনে হচ্ছে। ৩৫ বছরের গুয়াইদো এবং নিকোলাস মাদুরোর মধ্যে চলা ক্ষমতার লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

অনেকেই আশঙ্কা করছেন, বিরোধীদের এখনকার চাঙ্গা ভাব বেশিদিন থাকবে না এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও একসময় ভেনেজুয়েলার পরিস্থিতির কোনো উন্নতি না দেখে অপেক্ষাকৃত অন্য গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত হয়ে পড়বে। গুয়াইদো অবশ্য লড়াইয়ে তার জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।

তিনি বলছেন, নিকোলাস মাদুরোর সময় শেষ হয়ে আসছে। এই সরকারের কোনো ভবিষ্যৎ নেই, কোনো পরিকল্পনা নেই, জনগণের সমর্থনও নেই। এই আন্দোলন ক্রমশই জোরালো হচ্ছে এবং অবশ্যম্ভাবী এই ভবিষ্যৎ থেকে আমরাপিছু হটবো না।