প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মাদারীপুরে বিএমএসএফ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বাষিকীতে র‌্যালী ও আলোচনা সভা

মাদারীপুরে বিএমএসএফ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বাষিকীতে র‌্যালী ও আলোচনা সভা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার সকল সাংবাদিক ও প্রশসাণের কর্মকর্তাদের নিয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার মফস্বল  সাংবাদিকদের একটাই দাবী ছিল বিএমএসএফ এর ১৪ দফাকে সরকার যেন অতিসত্তর মেনে নিয়ে তা কার্যকর করে। সাংবাদিকরা যেন কোন ভাবেই  নির্যাতনের স্বীকার না হয়, এদিকে বিশেষ নজর দেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মাদারীপুরের হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করেন মাদারীপুর জেলা মফস্বল সাংবাদিক ফোরাম ।

মাদারীপুর বিএমএসএফ এর জেলার কার্যকরী সভাপতি এম এ  আর মর্তুজা এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগ(উপসচিব) মাদারীপুর, উপ-পরিচালক, মোঃ রাসেল সাবরিন, বিশষ অতিথি ছিলেন ইনেসপেক্টর (ডি আই ওয়ান) জেলা বিশেষ সাখা মাদারীপুর, মোঃ কামরুল ইসলাম, মাদারীপুর জেলা প্রেসক্লাব আহব্বায়ক মো. শাজাহান খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মওলা আকন্দ। এসময় জেলা বিএমএসএফ সহ সভাপতি সাগর তামিম এর উপস্থাপনা সাংবাদিকদের ১৪ দফা প্রানের উপস্থাপন করে স্বাগত বক্তব্য দেন বিএমএসএফ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন আজিজ, মেহেদী হাসান সোহাগ, নাজমুল হাসান, বেলাল রিজভী, মাসুদুর রহমান, ফরিদ উদ্দিন মুপ্তি, আরিফুর রহমান, রেজাউল করিম রেজা, গোলাম আজম ইরাদ, রিপন চন্দ্র মল্লিক, জাহিদ হাসান, অজয় কুন্ডু