প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মাদারীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ও সরকারের অর্জিত সফলতা নিয়ে র‌্যালি ও আলোচনা...

মাদারীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ও সরকারের অর্জিত সফলতা নিয়ে র‌্যালি ও আলোচনা সভা

মাদারীপুর প্রতিনিধি।। “সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অপর দিকে একইস্থানে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা, ভিশন২০২১ এর লক্ষে ও অর্জনসমূহ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক জনসচেতনতার লক্ষ্যে আলোচনা সভা করেছে মাদারীপুর জেলা তথ্য অফিস।

শনিবার সকালে শহীদ কানন থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়। এসময় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিল। এরপর লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম,এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর হোসেন সজল, অতিরিক্ত পুলিশ সুপার, উত্তম প্রসাদ পাঠক, জেলা তথ্য অফিসার মো. শহীদুল ইসলাম, মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক শাহজাহান খান প্রমুখ। এর আগে জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলার সকল সাংবাদিকদের নিয়ে শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা, ভিশন২০২১ এর লক্ষে ও অর্জনসমূহ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক জনসচেতনতার লক্ষ্যে একটি সংবাদ সম্মেলন করেছে।