প্রচ্ছদ আর্ন্তজাতিক মহাকাশে ভারতের সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট ‘বিগ বার্ড’

মহাকাশে ভারতের সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট ‘বিগ বার্ড’

ভারতের সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট জিস্যাট-১১ সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ‘বিগ বার্ড’ নামে অভিহিত এই স্যাটেলাইট দক্ষিণ আমেরিকার একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে বুধবার মহাকাশে প্রেরণ করা হয়।

৫ হাজার ৫৮৪ কিলোগ্রাম ওজনের এই স্যাটেলাইট মহাশূন্যে পাঠানো ভারতের সবচেয়ে ভারী  উপগ্রহও বটে। খবর এনডিটিভির।

এর আগে মে মাসেও একবার বিগ বার্ড উৎক্ষেপণের চেষ্টা হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়। এবার দক্ষিণ আমেরিকা থেকে এটি মহাকাশে পাঠাতে সফল হল ভারত।

এক যোগাযোগ বিশারদ গণমাধ্যমকে জানিয়েছেন, এই উপগ্রহ মহাকশে থাকা ভারতের অন্য ৩০টি উপগ্রহের সমান।

আনন্দবাজার পত্রিকা জানায়, দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানার ফরাসি উৎক্ষেপণ কেন্দ্র স্পেসপোর্ট থেকে আকাশে পাঠানো হয়েছে বিগ বার্ডকে। এই কৃত্রিম উপগ্রহের জন্য নিশ্চিতভাবেই প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে ভারত। আরও উন্নত হবে দেশটির যোগাযোগ ব্যবস্থা।

এখন থেকে ভারতের অধিকাংশ বিমানেই মিলবে ইন্টারনেট পরিষেবা। পাশাপাশি কেবল দিয়ে ইন্টারনেট যেখানে পৌঁছে দেওয়া সম্ভব নয়, সেই সব দুর্গম জায়গাতেও পাওয়া যাবে ইন্টারনেট পরিষেবা।