প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ মনোনয়ন পরিবর্তনের দাবি : কুষ্টিয়া-১ আসনে বিক্ষোভ

মনোনয়ন পরিবর্তনের দাবি : কুষ্টিয়া-১ আসনে বিক্ষোভ

সুজন কুমার কর্মকার, কুষ্টিয়া ॥ দলীয় মনোনয়ন না পাওয়ায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সাংসদ আফাজ উদ্দিন আহমেদের সমর্থকরা ব্যাপক বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা কুষ্টিয়া-প্রাগপুর সড়কে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজার এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। রোববার বিকেলে উপজেলার তারাগুনিয়া বাজারে এ বিক্ষোভ করা হয়।
জানা যায়, এ আসনে দলীয় মনোনয়ন পেতে ১৬ জন প্রার্থী ফরম তুলেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নৌকার টিকেট পান সাবেক ছাত্রলীগ নেতা অ্যাড. আ.ক.ম. সরোয়ার জাহান বাদশা।
এতে ক্ষুব্ধ হয়েছেন এ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের কর্মী সমর্থকরা। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ আফাজ উদ্দীনের সমর্থকরা তারাগুনিয়া বাজারে লাঠি-সোঁটা ও চেলা কাঠ নিয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা কুষ্টিয়া-প্রাগপুর টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরী করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আধা ঘন্টা পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এ সময় ঘোষিত মনোনয়ন বাতিল করে আফাজ উদ্দিন আহমেদকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী দেয়ার দাবী জানান।