প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ মণিরামপুরে খেজুরের বীজ রোপন উদ্বোধন

মণিরামপুরে খেজুরের বীজ রোপন উদ্বোধন

মোঃ মনোয়ার হোসেন, যশোর জেলা প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মণিরামপুর,যশোর কর্তৃক আয়োজিত ৫২০০০ খেজুরের বীজ রোপনের উদ্ভোধন অদ্য ২৫ জুন/১৯ খ্রিঃ রোজ মঙ্গলবার মণিরামপুর হাকোবা গ্রামের ১ কিলোমিটার রাস্তার ২ পাশ দিয়ে উদ্বুদ্ধকরনের মাধ্যমে খেজুরের বীজ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়াম্যান জনাবা নাজমা খানম।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব উত্তম চক্রবর্তী বাচ্চু। স্থানীয় কৃষক/কৃষানী এবং উপসহকারী কৃষি অফিসার বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন, উপজেলা কৃষি অফিসার,কৃষিবিদ হীরক কুমার সরকার ,উক্ত বীজ রোপন কার্যক্রমের পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার জনাব প্রদীপ কুমার বিশ্বাস প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেন খেজুর হলো প্রাচীন নগরী যশোরের অন্যতম ঐতিহ্য খেজুরের রস দিন দিন হারাতে বসেছে।এই ঐতিহ্য ফিরিয়ে পেতে কৃষি বিখাগের এ মহৎ উদ্যোগকে আমি স্বাদুবাদ জানাই তিনি আরো বলেন যদি এই কার্যক্রমের জন্য উপজেলা প্রশাসনের কোন সহযোগিতা প্রয়োজন হয় সেটা বাস্তবায়নে আমি বদ্ধ পরিকর।