প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ ভূমিকম্পে কাঁপল পঞ্চগড়

ভূমিকম্পে কাঁপল পঞ্চগড়

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: সারাদেশের ন্যায় পঞ্চগড়েও অনুভূত হয়েছে মৃদু ভূকম্পন। এতে করে মানুষের মধ্যে দেখা গেছে আতঙক ও ভয় বিরাজ করতে। দেখা গেছে ভূমিকম্পের আতঙকে অফিস, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দির্ঘক্ষণ রাস্তায় থাকতে।

বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূকম্প অনুভূত হয়। তবে এ ঘটনায় জেলার কোথাও কোন ধরণের ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায় নি।

জয় আহম্মেদ জানান, আমরা কয়েক জন মিলে বাজারে চা খাচ্ছিলাম। হঠাৎ বেঞ্চ কেঁপে উঠতে দেখে দৌরে রাস্তায় দাড়াই।

আব্দুর রউফ নামে এককন সাংবাদিক জানান, হঠাৎ করে লোকজন দোকান ও বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। এ ঘটনায় মানুষদের দির্ঘক্ষণ বাইরে থাকতে দেখা গেছে।

জানা যায়, ভূমিকম্পের রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৫ দশমিক ৬। আর ভূকম্পের উৎপত্তি স্থল ছিল উত্তর-পূর্ব ভারতের আসামে।