প্রচ্ছদ জাতীয় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে উদ্ধার হওয়া ৩ বাংলাদেশি দেশে ফিরেছেন

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে উদ্ধার হওয়া ৩ বাংলাদেশি দেশে ফিরেছেন

ভূমধ্যসাগরে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে  তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় উদ্ধার আরও তিন বাংলাদেশি দেশে ফিরেছেন।

আজ শুক্রবার ভোর ৫টা ৩৮ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

ফিরে আসা তিনজন হলেন- মাহফুজ আহাম্মেদ, বিল্লাল আহাম্মেদ ও বাহাদুর।গত ৯ মে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ১৪ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করে স্থানীয় জেলে ও নৌবাহিনী।

এই ১৪ জনের মধ্যে ৪ জন আছেন সেখানকার হাসপাতালে। তিনজনকে দেশে ফেরত পাঠানো হলো। বাকি সাতজন এই মুহূর্তে ফিরতে রাজি হয়নি বলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের প্রতিনিধিরা তাদের ফেরত পাঠায়নি। তাদের আরও সময় দেওয়া হয়েছে।

এর আগে গত ২১ মে ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের প্রতিনিধিরা।

তাদের গত ১০ থেকে ১২ মের মধ্যে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড।