প্রচ্ছদ আর্ন্তজাতিক ভারতে ৬৩৯ কৃষকের আত্মহত্যা

ভারতে ৬৩৯ কৃষকের আত্মহত্যা

চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত তিন মাসে ভারতের মহারাষ্ট্র রাজ্যে কমপক্ষে ৬৩৯ কৃষক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে রাজ্য সরকার। ফসলের উৎপাদন কম হওয়া, ঋণ পরিশোধ করতে ব্যর্থতাসহ নানা হতাশায় তারা আত্মহত্যা করেন বলে জানা গেছে।

মহারাষ্ট্রের রাজস্ব মন্ত্রী চন্দ্রকান্ত পাতিল জানান, চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত রাজ্যে ৩ মাসে ৬ শতাধিক কৃষক আত্মহত্যা করেছেন। বিজেপি শাসিত ওই রাজ্যের বিধানসভায় বিরোধীদলীয় বিধায়কের এক প্রশ্নের জবাবে এই পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

গণমাধ্যম বলছে, ভারতে কৃষকদের আত্মহত্যা প্রবণতা সব থেকে বেশি। ক’দিন আগে দাবি আদায়ের মিছিলে নেমেছিলেন মহারাষ্ট্রের কৃষকরা। মুম্বাইয়ের উদ্দেশে তাদের ডাকা লং মার্চে সংহতি জানিয়েছিল ভারতের কৃষকসহ সচেতন জনতা। গণমাধ্যম বলছে, মহারাষ্ট্রে ২০০৯ সাল থেকে ২০১৬ সালের মধ্যে ২৫ হাজারের বেশি কৃষক দেনার দায়ে আত্মহত্যা করেছেন।