প্রচ্ছদ আর্ন্তজাতিক ভারতে পরমাণু চুল্লি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র

ভারতে পরমাণু চুল্লি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনে দু’দিনের বৈঠক শেষে ভারতে ছয়টি পরমাণু বিদ্যুৎ চুল্লি স্থাপনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে দু’দিনের বৈঠক শেষে এ ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

বুধবার দুই দেশের এক যৌথ বিবৃতিতে ভারতে ছয়টি মার্কিন পরমাণু বিদ্যুৎ চুল্লি স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অসামরিক পরমাণু চুক্তি উভয় দেশের সম্পর্ককে আরো মজবুত করবে। বিশ্ববাজারে তেলের তৃতীয় বৃহৎ ক্রেতা ভারত। ফলে ট্রাম্প প্রশাসন চাইছে দিল্লির কাছে যেন আরও বেশি পরিমাণে জ্বালানি বিক্রি করতে পারে যুক্তরাষ্ট্র।

জানা গেছে, ভারতের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা আরো জোরদার করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যান্ড্রু থমসনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখালের আলোচনা ফলপ্রসূ হয়েছে।

এমন সময়ে ভারতে পরমাণু বিদ্যুৎ চুল্লি নির্মাণে সম্মত হলো যুক্তরাষ্ট্র, যখন চীনের সহায়তায় ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্রের ভাণ্ডার আরও সমৃদ্ধ করে চলেছে পাকিস্তান।

২০০৮ সালে অসামরিক পরমাণু বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।