প্রচ্ছদ আর্ন্তজাতিক ভারতের উত্তর প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ১৭

ভারতের উত্তর প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ১৭

ভারতের উত্তরপ্রদেশে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত ও অন্ততপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। বুধবার সকালে রাজ্যটির মইনপুরী জেলার দানহারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দ্রুতগামী ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারার পরই তা উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

মইনপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওম প্রকাশ সিং জানান, ‘দুর্ঘটনাগ্রস্থ ওই বেসরকারি পরিবহনের বাসটিতে ৬০-৭০ জন যাত্রী ছিলেন। রাজস্থানের জয়পুর থেকে ফারুকাবাদের দিকে যাওয়ার পথে তীর্থপুর গ্রামে ভোর সাড়ে ৫টার দিকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে’।

বাসটিতে মূলত ইটভাটার শ্রমিক ছিলেন বলে জানা গেছে। তারা প্রত্যেকেই নিজেদের বাড়ি ফিরছিলেন।

দুর্ঘটনার পর গ্রামের মানুষরা এসে প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। মারাত্মকভাবে আহত হয়েছেন বাসটির চালকও। তার বাম পা কাটা গেছে বলে জানা গেছে। তাকেও সাইফাই এলাকায় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পরে দুর্ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যাপারে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।