প্রচ্ছদ জাতীয় ‘ভবিষ্যতেও জাঁকজমকপূর্ণভাবে বাণী অর্চনা উৎসব অনুষ্ঠিত হবে’

‘ভবিষ্যতেও জাঁকজমকপূর্ণভাবে বাণী অর্চনা উৎসব অনুষ্ঠিত হবে’

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। ভবিষ্যতে জাঁকজমকপূর্ণভাবে বাণী অর্চনা উৎসব অনুষ্ঠিত হবে।

আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাণী অর্চনা উদযাপন পরিষদ আয়োজিত ‘বাণী অর্চনা ১৪২৫’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, অনুষ্ঠানের আহ্বায়ক যষ্টী সরকার, সদস্য সচিব মিন্টু কুমার মণ্ডল প্রমুখ।

প্রধান বিচারপতি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমিও এটা মনে করি যে, ধর্ম যার যার উৎসব সবার। সুতরাং আজকে আমরা এ উৎসবে যোগ দিতে এসেছি। সুপ্রিম কোর্ট বারে এটা অনেক আগ থেকে পালন হয়ে আসছে এবং আমার তো মনে হয় যে, আমি প্রায় প্রত্যেক বার এসেছি, কোনোবার আমার মিস হয়নি। আমি আশা করি ভবিষ্যতেও আসবো এবং এরকম জাঁকজমকপূর্ণভাবে এ উৎসব অনুষ্ঠিত হবে।’

আইনজীবীরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি শশাংক শেখর সরকার প্রমুখ।