প্রচ্ছদ আর্ন্তজাতিক ব্রিটেনের হাতে অ্যাসাঞ্জকে তুলে দিচ্ছে ইকুয়েডর

ব্রিটেনের হাতে অ্যাসাঞ্জকে তুলে দিচ্ছে ইকুয়েডর

ব্রিটেনের হাতে আগামী সপ্তাহে উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে তুলে দিতে পারে ইকুয়েডর। ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন তথ্য ফাঁস করে আলোচিত হওয়া অ্যাসাঞ্জ।

অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ এনে গ্রেফতারি পরোয়ানা জারি করে সুইডেন সরকার। গ্রেফতার এড়াতেই ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন তিনি। তবে সুইডেন তদন্ত বন্ধ করে দিলেও দূতাবাসেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন অ্যাসাঞ্জ। তার আশঙ্কা, গুরুত্বপূর্ণ নথি ফাঁসের দায়ে যুক্তরাষ্ট্র সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছেন বিশেষ পরামর্শক রবার্ট মুলার। এই তদন্তের কেন্দ্রে আছেন অ্যাসাঞ্জও।

গত কয়েক মাসে অ্যাসাঞ্জের সুযোগ সুবিধা কমিয়ে দেয় ইকুয়েডর দূতাবাস কর্তৃপক্ষ। ২০১৭ সালের শেষের দিকে করা একটি চুক্তি ভঙ্গের দায়ে এ বছরের মার্চে তার ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়। ওই চুক্তিতে অ্যাসাঞ্জ অঙ্গীকার করেছিলেন, তিনি অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না। সূত্র: ইউএসএ টুডে