প্রচ্ছদ সারাদেশ বরিশাল বিভাগ ব্যালটের হিসাব চেয়ে কেন্দ্রের বাইরে বুলবুলের অবস্থান

ব্যালটের হিসাব চেয়ে কেন্দ্রের বাইরে বুলবুলের অবস্থান

রাজশাহী নগরের ৩০ নম্বর ওয়ার্ড ইসলামিয়া কলেজ কেন্দ্রের মেয়র প্রার্থীর ব্যালট শেষ হওয়ায় সেটির হিসাব চেয়ে কেন্দ্রের বাইরে অবস্থান নিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।

বুলবুল বলেন, প্রিসাইডিং কর্মকর্তার কাছে ব্যালটের হিসাব চেয়েছি। ব্যালটের হিসাব না পেলে এখান থেকে যাব না।সোমবার দুপুর ১২টার দিকে এ কেন্দ্রে ব্যালট পেপার ফুরিয়ে গেছে শুনে এসে সত্যতা পাওয়ার পর তিনি অবস্থান নেন।

এদিকে ব্যালট পেপার শেষ হওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহিল সাফি।এর আগে সকাল ৮টায় এই সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত। রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন ও নারী ১ লাখ ৬২ হাজার ৫৩জন। ভোট কেন্দ্র ১৩৮টি ও ভোট কক্ষ ১ হাজার ২৬টি।