প্রচ্ছদ অর্থনীতি ব্যক্তি পর্যায়ে আয়কর সীমা অপরিবর্তিত

ব্যক্তি পর্যায়ে আয়কর সীমা অপরিবর্তিত

ব্যক্তি খাতে কর দাতাদের আয়ের সীমা অপরিবর্তিত রেখে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যদিও ব্যবসায়ীদের দাবি ছিল বাড়িয়ে ৩ লাখ টাকা করা। কিন্তু এই বছরও বাজেটে ব্যক্তি করদাতাদের আয়ের সীমা আড়াই লাখ রাখার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য প্রায় পৌনে পাঁচ  লাখ কোটি টাকার এই বাজেট প্রস্তাব করেন তিনি। এসময় মুহিত বলেন, বাজেটে ব্যক্তি করদাতাদের আয়ের সীমা ২ লাখ ৫০ হাজার টাকার রাখার প্রস্তাব করছি। একই সঙ্গে নারী ও ৬৫ বছর কিংবা তার বেশি বয়স্কদের ক্ষেত্রে ৩ লাখ, প্রতিবন্ধীদের জন্য ৩ লাখ ৭৫ হাজার এবং মুক্তিযোদ্ধ‍াদের ৪ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত করমুক্ত আয়ের সীমা রাখার প্রস্তাব করছি।

তবে এর আগে অর্থবছরের মতোই ২ লাখ ৫০ হাজার টাকা বেশি। কিন্তু চার লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ, ৫ লাখ থেকে ৬ লাখ টাক‍ার কম হলে ১৫ শতাংশ, আবার ৬ থেকে ৩০ লাখ টাকার কম হলে ২০ শতাংশ কর এবং ৩০ লাখ টাকার বেশি হলে অতিরিক্ত আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর আরোপ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২৫ শতাংশ বেশি।