প্রচ্ছদ খেলাধুলা বোল্টের দাপটে বিপাকে ভারত

বোল্টের দাপটে বিপাকে ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে ফেবারিট দল ভারত। শনিবার লন্ডনে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ২৪ রান উঠতেই ৩ উইকেট হারায় ভারত। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ড বোল্টের দুর্দান্ত বোলিংয়ে ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার। পরপর তিন ওভারে তিনটি উইকেট নিয়েছে বোল্ট।

ইনিংসের দ্বিতীয় ব্যক্তিগত প্রথম ওভারেই ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে ফেরত পাঠান বোল্ট। ২ রান করা রোহিত বলের লাইন বুঝতে না পেরে এলবিডব্লিউ এর শিকার হয়েছেন। পরের ওভারে ফিরেই আবার আঘাত হেনেছেন বোল্ট। এবার আরেক ওপেনার শেখর ধাওয়ানকে করেছেন কট বিহাইন্ড। ধাওয়ারে সংগ্রহও ছিলো ২ রান।

লন্ডনে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমেছে ভারত। দলে নেই মিডল অর্ডার ব্যাটসম্যান বিজয় শঙ্কর। আগের দিন প্র্যাকটিসে ইনজুরিতে পড়েছেন বিজয়। পেসার খলিল আহমেদের বলে পুল করতে গিয়ে হাতে আঘাত পান তিনি। তবে ইনজুরি কতটা গুরুত্বর সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এছাড়া কাঁধের ইনজুরিতে পরা কেদার যাদবও নেই এই ম্যাচে।

এর পরের অর্থাৎ ইনিংসের ষষ্ঠ ওভারে আবার উইকেটের দেখা পেয়েছেন বোল্ট। এবার চার নম্বরে ব্যাট করতে নামা লোকেশ রাহুলকে করেছেন বোল্ড। রাহুল করেছেন ৬ রান। ক্রিজে আছেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া।

এদিকে আজকের অন্য ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে এক উইকেটে ৩৪ রান তুলেছে অস্ট্রেলিয়া। ওপেনার অ্যারন ফিঞ্চ আউট হয়েছেন ব্যক্তিগত ১৪ রান করে। ক্রিজে আছেন ডেভিড ওয়ার্নার ও শন মার্শ।

সাউদাম্পটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন জস বাটলার। আগের ইনজুরিতে পড়েছেন নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান। এছাড়া ওপেনার জো রুট খেলছেন তার দাদার মৃত্যুর কারণে। এই ম্যাচে খেলছেন না আদিল রশিদ ও জোফ্রে আর্চার।