প্রচ্ছদ সারাদেশ বরিশাল বিভাগ বেতাগীতে যৌতুকলোভী পাষন্ড পিতার ৩ মাসের সন্তান অপহরণের অভিযোগ

বেতাগীতে যৌতুকলোভী পাষন্ড পিতার ৩ মাসের সন্তান অপহরণের অভিযোগ

কে.এম.রিয়াজুল ইসলাম,বরগুনাঃ বরগুনার বেতাগী উপজেলার ২নং বেতাগী সদর ইউনিয়নের ভোলানাথপুর গ্রামে গত রোববার (২৯ জুলাই) রবিবার সন্ধ্যায় যৌতুকের দাবী মেটাতে না পারায় স্ত্রী’র কাছ থেকে তিন মাস বয়সের শিশু সন্তান অপহরণের অভিযোগ উঠে এসেছে জন্মদাতা পিতার উপর। জানা যায়, শিশু সন্তানের মা মোসাঃ সুমাইয়া আক্তার (২৩) এর কাছ থেকে পিতা সুমন মোল্লা (৩০) নিজ শিশু সন্তান মোঃ মাইন (০৩ মাস) কে অপহরনের চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, দীর্ঘদিন যাবত শিশুটির মা সুমাইয়া আক্তারের কাছে যৌতুক হিসেবে এক লক্ষ টাকা দাবী করে। সুমাইয়া টাকা দিতে না পারায় এ নিয়ে স্বামী-স্ত্রী’র মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন সুমাইয়া ওই শিশু সন্তানকে নিয়ে তার বাবার বাড়ি ছিল। দুপুরের সময় বাবা সুমন বোরকা পরে ঘরে প্রবেশ করে। শিশু মাইনকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় লোকজন দেখে ফেলে। এ সময় অপহরণ করতে না পারায় ওই শিশুকে পুকুরের পানিতে ফেলে দেয়। স্থানীয় লোকজন জড়ো হওয়ার আগেই সুমন মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে শিশু সন্তান মাইনকে আশংকাজনক অবস্থায় বেতাগী হাসপাতালে ভর্তি করা হয়। শিশু’র পিতা অভিযুক্ত সুমন মোল্লা মির্জাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হোসেন মোল্লা’র ছেলে।
এমন বিব্রতকর ব্যাপারে জানতে চাইলে শিশু সন্তানের মা মোসাঃ সুমাইয়া আক্তার বলেন যৌতুকের তারনায় আমার ও আমার বাচ্চার জীবনের আশঙ্কা রয়েছে আমি আমার জীবন বাঁচাতে আইনের আশ্রয় নিব। এ ব্যাপারে বেতাগী থানায় তথ্য নিলে এস.আই. আমিনুল ইসলাম জানান, এটি সম্পূর্ণ পারিবারিক ব্যাপার তবে আমাদের কাছে কোন ধরনের অভিযোগ আসলে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।