প্রচ্ছদ জাতীয় ‘বিশ্বব্যাংকের ঋণ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ’

‘বিশ্বব্যাংকের ঋণ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের আট হাজার কোটি টাকার ঋণ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে শিগগিরই সাত লাখ ল্যাপটপ উৎপাদনের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

রবিবার রাজধানীর একটি হোটেলে ‘সিডস ফর দ্য ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে একথা জানান।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, আমার কাছে বিশ্ব ব্যাংকের অফার আছে এক বিলিয়নের প্রকল্প নিয়ে, গত এক বছর ধরে ঘুরে বেড়াইতেছে। আমি বলেছি তোমার টাকা আমার দরকার নাই। আমি আমার নিজের টাকায় এই প্রকল্প বাস্তবায়ন করবো। এই সাহসী জায়গাটায় আমরা পৌঁছাতে পেরেছি, সেটাই এখন বড় বিষয়।