প্রচ্ছদ খেলাধুলা বিশ্বকাপ স্কোয়াড ঘোষণায়ও চমক শ্রীলঙ্কার

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণায়ও চমক শ্রীলঙ্কার

স্কোয়াড ঘোষণা আগেই বিশ্বকাপ দলের অধিনায়কের নাম ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। মজার বিষয় হচ্ছে, এমন একজনকে লঙ্কান বোর্ড দলের বিশ্বকাপ মিশনের দায়িত্ব দিয়েছে যিনি গত ৪ বছরে একটিও ওয়ানডে খেলেননি। ২০১৫ সালের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলা দিমুথ করুনারত্নের নেতৃত্বেই ইংল্যান্ড যাত্রা করবে ছিয়ানব্বইর বিশ্বচ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার স্কোয়াডের বাকি ১৪ সদস্যর নামও ঘোষণা করল শ্রীলঙ্কা। এখানেও রয়েছে চমক। এই স্কোয়াডের চারজন অন্তত ২০১৭ সালের পর শ্রীলঙ্কার জার্সি গায়ে খেলেননি কোন ওয়ানডে ম্যাচ। এরা হলেন— লাহিরু থিরিমান্নে, মিলিন্দা সিরিবর্দনা, জীবন মেন্ডিস ও জেফরি ভ্যানডারসে।

বাদ পড়েছেন শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া দিনেশ চান্দিমাল। বিশ্বকাপ স্কোয়াডে নেই নিরোশান ডিকভেলা, আকিলা ধনাঞ্জয়া, দানুশকা গুনাথিলাকা ও উপল থারাঙ্গাও।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড :

দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, কুসল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্দনা, অভিষেক ফার্নান্দো, জীভান মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমাল।

এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ওশাদা ফের্নান্দো, অ্যাঞ্জেলো পেরেরা, কুসান রাজিথা, ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।