প্রচ্ছদ খেলাধুলা বিশ্বকাপে ভারতের কমলা জার্সি!

বিশ্বকাপে ভারতের কমলা জার্সি!

আসন্ন ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনায় ভাসছেন ক্রিকেটপ্রেমীরা। এবারের আসরের অন্যতম ফেভারিট ভারত। দেশটির ক্রিকেট দলের ঐতিহ্য প্রধানত নীল জার্সিতেই বহন হয়। নীলের বিভিন্ন শেডে বিভিন্ন সময়ে জার্সিতে দেখা গেছে টিম ইন্ডিয়াকে। তবে এবারের বিশ্বকাপে কোহলিদের দেখা যেতে পারে কমলা রঙের জার্সিতে।

এ ব্যাপারে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, এবারের ভারতীয় নির্বাচনই প্রভাব ফেলতে যাচ্ছে ভারতীয় জার্সিতে। সংবাদ মাধ্যমের দাবী, নির্বাচিত দল বিজেপির দলীয় রং গেরুয়া বা কমলা হওয়াতেই কোহলিদের জার্সিতেও পড়তে যাচ্ছে তার প্রভাব।

মূলত, এবারের বিশ্বকাপ ফুটবলের মতো হোম-অ্যাওয়ে পদ্ধতিতে হওয়ায় প্রতিটি দলকেই দুই রঙের জার্সি তৈরি করতে বলা হয়েছে। সব দল যদিও এই নিয়ম মানছে না। ভারতও এতদিন নীল রঙের প্রধান জার্সির বাইরে তারা দ্বিতীয় জার্সি তৈরি করেনি। তবে আলোচনায় এখন তাদের কমলা রঙের জার্সি।

সূত্রের খবর, ভারতের অ্যাওয়ে জার্সি কমলা রঙের। ইংল্যান্ড এবং আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সময় বিরাটরা অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামতে পারেন। তবে ইংল্যান্ড আয়োজক দেশ বলে তারা অবশ্য সব ম্যাচেই নীল রঙের হোম জার্সি পরেই সব ম্যাচে খেলবে। সেক্ষেত্রে ভারতের জার্সি বদল হতে পারে। শুধুমাত্র শ্রীলঙ্কার ক্ষেত্রে ভারতকে নয়, শ্রীলঙ্কাকে জার্সির রঙ পরিবর্তন করতে হতে পারে জানা গেছে। ‌‌