প্রচ্ছদ খেলাধুলা বিশ্বকাপে প্রত্যেক দলে থাকবে দুর্নীতি দমন কর্মকর্তা

বিশ্বকাপে প্রত্যেক দলে থাকবে দুর্নীতি দমন কর্মকর্তা

ফিক্সিং বিতর্ক এড়াতে বিশ্বকাপে প্রত্যেক দলে একজন করে দুর্নীতি দমন কর্মকর্তা থাকবেন। এই প্রথমবারের মতো এ ব্যবস্থা চালু হয়েছে।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট প্রত্যেকটি ভেনুতে থাকতো। ফলে টুর্নামেন্ট চলাকালে বিশ্বকাপ দলগুলোকে দুর্নীতি দমন ইউনিটের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কাজ করতে হতো।

এখন থেকে বিশ্বকাপের নির্দিষ্ট একটি দলের সাথে একজন কর্মকর্তাই থাকবেন। তিনি প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে টুর্নামেন্টের সমাপ্তি পর্যন্ত দলের সঙ্গে থাকবেন। দলের খেলোয়াড়দের সঙ্গে একই হোটেলে থাকবেন, তাদের সঙ্গেই ভ্রমণ করবেন। প্রশিক্ষণ শিবির ও ম্যাচেও উপস্থিত থাকবেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ