প্রচ্ছদ আজকের সেরা সংবাদ বিএনপি আইন মানে না, সংবিধানও না : কাদের

বিএনপি আইন মানে না, সংবিধানও না : কাদের

বিএনপি আইন মানে না, সংবিধান মানে না। নিয়ম মানে না। আইনের প্রতি বিএনপির অনাস্থা চিরজীবন ছিল। তাদের কথা হচ্ছে মানি না, মানবো না।  বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ (বুধবার) রাজধানীর ঢাকা ক্লাবে নিজের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ‘গাঙচিল’ চলচ্চিত্রের শুভ মহরত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।কাদের বলেন, বিএনপি বিদেশিদের কাছে অনেক বার কান্নাকাটি করেছে। এ পর্ব শেষ করে তারা সবশেষ জাতিসংঘে গিয়েও নালিশ করল। জাতিসংঘে গিয়ে তারা বাংলাদেশকে ছোট করল। দেশ ও দেশের জনগণকে তারা অপমান করল।তিনি বলেন, জাতিসংঘ বিএনপিকে আমন্ত্রণ করেনি। মহাসচিবের আমন্ত্রণের ভুয়া সংবাদ তারা দিয়েছে। তারা ৩০ হাজার ডলার দিয়ে লবিস্ট নিয়োগ করে এ আলোচনার ব্যবস্থা করেছে। জাতিসংঘের তৃতীয় পর্যায়ের এক কর্মচারী এসে তাদের সঙ্গে আলাপ করেছে।কাদের বলেন, নির্বাচনের মূল দায়িত্বে থাকবে নির্বাচন কমিশনের উপর। সরকার নির্বাচন পরিচালনার জন্য কমিশনকে সহায়তা করবে। নির্বাচন পরিচালনার জন্য আইন প্রয়োগকারী সংস্থা নির্বাচন কমিশনের অধীনস্থ হবে।সেতুমন্ত্রী বলেন, আমার লেখা উপন্যাস নিয়ে ছবি হবে, সিনেমা হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। এক্ষেত্রে আমি মনে করি আমি একজন ভাগ্যবান মানুষ।শুভ মহরত অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য-প্রতিমন্ত্রী তারানা হালিমসহ প্রমুখ।