প্রচ্ছদ আজকের সেরা সংবাদ বিএনপি অংশ নিলে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তো : তথ্যমন্ত্রী

বিএনপি অংশ নিলে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তো : তথ্যমন্ত্রী

এবারের উপজেলা নির্বাচন আগের তুলনায় অনেক বেশি ভালো হয়েছে। ভোটার উপস্থিতি একটু কম ছিল, তবে বিএনপি নির্বাচনে অংশ নিলে ভোটার উপস্থিতি কিছুটা বেশি হতো। তারপরও ভোটার উপস্থিতি একেবারে কম নয়। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সিদ্ধান্তহীনতায় ভোগে। বিএনপির নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত ছিল আত্মহননের সিদ্ধান্ত। বিএনপি যেভাবে ভোট থেকে পালিয়ে বেড়াচ্ছে এভাবে পালাতে পালাতে রাজনীতি থেকে পালাতে হয় কিনা, সেই আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি গণমুখী দল হিসেবে টিকে থাকবে। নাকি গণবিচ্ছিন্ন দল হয়ে থাকবে। আমরা চাই বিএনপি টিকে থাকুক।