প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ বাল্যবিয়ের প্রস্তুতি : কাজীসহ ৫ জন আটক

বাল্যবিয়ের প্রস্তুতি : কাজীসহ ৫ জন আটক

মানিকগঞ্জে বাল্যবিয়ে পড়ানোর প্রস্তুতির সময় কাজী, বর, কনেসহ ৫ জনকে আটক করে সদর থানা পুলিশ। এঘটনায় বর-কনের বাবা ও এক সাক্ষীকে
কারাদন্ড ও কাজীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরদার ভ্রাম্যমান
আদালতে তাদের সাজা দেন।

আদালতের বিচারক জানান, দুপুরের দিকে সরকারী দেবেন্দ্র কলেজের পাশের এক
বাড়িতে বাল্য বিয়ে হচ্ছে এমন খবরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এসময়
পুলিশ বর, সপ্তম শ্রেণী পড়ুয়া কনে, বরের বাবা সিংগাইর উপজেলার মাধবপুর
গ্রামের মগর আলী, কনের বাবা একই উপজেলার ফোর্ডনগর গ্রামের আব্দুর রব,
সাক্ষী আজিমপুর গ্রামের ইসমাইল ও পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের কাজী মো.
মনিরুজ্জামানকে আটক করে। পরে বিকেলে তাদের ভ্রাম্যমান আদালতে পাঠানো হলে
বর-কনের বাবা ও সাক্ষীকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। সেই সাথে বাল্য
বিয়ে পড়ানোর প্রস্তুতি নেওয়ায় কাজীর বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য সদর
থানায় পাঠানো হয়েছে।